পৌরসভা প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণজেলা কর্তৃক আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, বাঁশখালী ( Banshkhali ) পৌরসভা শাখা অনুমোদন পেল। ২১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির আহবায়ক পদে আমিনুর রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক পদে জিয়াউল হাছান হোসাইনীকে অনুমোদন দেওয়া হয়। আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ চট্টগ্রাম দক্ষিণজেলার সভাপতি মো. শোয়েব বিন ফেরদৌস চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন করা হয়।
২১ সদস্যের কমিটিতে ৪ জন আহবায়ক পদে ও ১৫ জন সম্মানিত সদস্য পদে পদান্বিত হন।