আরমানউজ্জামানের কবিতা- শোভাহীন ফুল Leave a Comment / By Administrator / December 1, 2017 December 1, 2017 শোভাহীন ফুল আরমানউজ্জামান ঘ্রাণ দিতে দিতে ঘ্রাণহীন হয়ে যায় ফুল! মাধুকরী আসেনা পরাগ খুঁজে নিতে। শোভাহীন ফুলকে বৃন্ত থেকে ছেড়ে দেয় বৃক্ষ একদিন পথিকের পায়ে পায়ে জমিনে মিশে যায়। হায় ফুল তুমি চির যৌবনা ছিলে! ছিলে কতো পূজনীয়! Spread the love