বিজয় ঋণ
আরকানুল ইসলাম
একটি পতাকা সবুজ এবং মাঝখানে তার লাল
সবুজ অংশ পুরো দেশটা, লালটা খুনের খাল।
খুন মানে তো রক্তনদী— একাত্তরের দিন
নিজের রক্ত বিলিয়ে দেওয়া বীর শহিদের ঋণ।
ঋণ মানে তো ধার দেওয়া আর ফেরত নেওয়ার কাজ
কিন্তু এ-ঋণ যুদ্ধে যাওয়ার দুঃসাহসিক সাজ!
লাখো মুক্তিযোদ্ধারা সেই ঋণ দিয়েছে, যার-
শোধ হয়নি, শোধ চায়নি, বিষয় পরিস্কার।
দেশের জন্য রক্ত দিয়েছে, দিয়েছে মান ও জান
রক্ত দেওয়ার বদলে কিছু নেওয়ার ছিল না টান।
টান মানে লোভ, কিছু প্রাপ্তি, কিছু সুবিধা আর-
সনদ দেখিয়ে হাতিয়ে নেওয়ার মস্ত হাতিয়ার!
পরের জায়গা, পরের জমি, সরকারি জা’গা খাস
দখল ক’রে দেশের বাজানো বারোটা, সর্বনাশ!
এসব করার কোনোটাই তারা করেনি তখন ধারণ
দেশকে স্বাধীন, শত্রুমুক্ত করতে করেছে পণ।
পণ মানে তো প্রতিজ্ঞা এক, সঁপে দেওয়া মনোবল
যার মাঝে নেই বিন্দুসম লৌকিকতার ছল।
যেটাই ছিল মুক্তিযোদ্ধা বীরদের হাতিয়ার
মনের সাহস, দেশপ্রেম নিয়ে ছিল যতো কারবার।
কারবার মানে দেশ জেতানো, দেশকে করা স্বাধীন
ডিসেম্বরের বিজয় এসে দিয়ে গেছে সেই ঋণ।