থুথু মিছিল হোক
আরকানুল ইসলাম
চাকার তলে পিষে মেরে
তার নামে দাও ফুট ওভার…
বলার আগে ভেবেছো কি
এসব নিয়ে দুটো বার?
মানুষ মেরে নেই হা-হুতাশ
উলটো করো ফুটো বা’র
প্রাণের মূল্য নেই, করো তাই-
বিশ হাজারের নোটও বা’র!
নিজের দোষকে ঢাকতে গিয়ে
করো নানান ছুঁতো বা’র!
তোমার নামে ঢাকার বুকে
মিছিলে হোক জুতো বা’র।
দুঃসময়েও করো তোমরা
লোকের কাতুকুতু বা’র!
বাঁচবে কি রে একসাথে সব
করলে মুখের থুথু বা’র?

(সড়ক হত্যাকাণ্ডে নিহত আবরার চৌধুরীর যেন বেহেশত নসিব হয়।)