আমিন না-বলে যাবেন না
আরকানুল ইসলাম
যার যেমনই বলছে কথা, মুখেতে নেই লাগাম
মরার আগেই দিচ্ছে বলে “মরবি শালা” আগাম!
হত্যাকারীর ফুটেজ আছে, পাচ্ছে তবুও জামিন
এই যে ব্রাদার, যাবেন না সিস, না ব’লে কেউ আমিন!
প্রমাণ-ট্রমাণ কিচ্ছু না ছাই, দেখব সে কোন দলের
আমার দলের লোক হলে ঠিক উপায় খুঁজব ছলের!
দল বুঝি না, ছল বুঝি না, আমার দলের লোকের-
পিঠ বাঁচাতে করব সবই, শরম ফেলে চোখের!
দাস-মিডিয়া লড়ে যাবে পক্ষ নিয়ে আমার
আবদার আমি করছি পূরণ, যেন বাড়ি মামার!
ওরা আমার পালক-পশু, আমি তাদের খামার
দেওয়া-নেওয়ায় চলবে জীবন, কী প্রয়োজন থামার?