আম্মার মুনিরের ছড়া || স্বাধীনতা তুমি Leave a Comment / By Administrator / March 30, 2018 March 30, 2018 স্বাধীনতা তুমি আম্মার মুনির স্বাধীনতা তুমি আজব পাখি রঙিন পাখায় স্বপ্ন মাখা, স্বাধীনতা তুমি দেয়াল চিত্র কচি হাতের ছোঁয়ায় আঁকা। স্বাধীনতা তুমি হৃদয় জুড়ে সুপ্ত সুখের বীজ বোনা স্বাধীনতা তুমি মুক্তি চেয়ে অনেক দুঃখের রাত গোনা। Spread the love