আমি বিশ্বের শ্রেষ্ঠতম কবি || কমরুদ্দিন আহমদ

আমি বিশ্বের শ্রেষ্ঠতম কবি

BanshkhaliTimes

কমরুদ্দিন আহমদ

মূল্যবোধ, গণতন্ত্র, আইন
আমি তৈরি করবো নিজের
ইচ্ছে মতো।
মিথ্যাচারে পৃথিবীর শ্রেষ্ঠ
সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমারই প্রাপ্য।

সত্য-সুন্দর-নীতি, সে তো আমারই গীতি
তুমি কেন সত্য উচ্চারণ করবে?
রাজনীতির চেয়ে ভাঁজনীতি শক্তিশালী
আমি কবিতার ভাঁজে ভাঁজে
সাজাবো শাসন
পুলিশ, জন-প্রশাসন, বিচারালয়,
সাহিত্য-সংস্কৃতি ।

সংবাদ মাধ্যমকে আমার
দাসত্ব করানোর সবরকম প্রকৌশল
আমারই আয়ত্বে।

মিথ্যা, অন্যায়, জুলুম, অবিচার এবং
বলতন্ত্র প্রতিষ্ঠা আমার নতুন মূল্যবোধ।

আমার কাব্যবোধে প্রতিবাদ করার সুযোগ
কাউকে দেবো না
তারপরও মূল্যবোধ প্রতিষ্ঠার বৃথা দূঃসাহস
কেন দেখাতে চাও?

তোমার মুখ সেলাই করা, হাত-পা বাঁধা
শতযুদ্ধেও আমি নিশ্চিত বিজয়ী।

আমি কবি অসত্য উচ্চারণের
নিজের টাকায়, ভাঁজনীতির কৃপায়
আধুনিক কবিতায় আমি নোবেল
অর্জন করবোই করবো ।

কী বলো? আমি জীবনে প্রকৃত কবিতার
একটি পংক্তিও রচনা করতে পারিনি ?
তবে কেন বিচারকমণ্ডলী আমার শব্দবন্ধের
কারিশমায় মুগ্ধ?
আসলে, আমার মতো কেউ পারেনি
শুনেওনি, দেখেও মনি
বলেওনি, করেওনি নতুন আবিষ্কার।

আমি বিশ্বের শ্রেষ্ঠতম কবি ।

“একতারা মার্কায় “

একটা ভোট আমাকে দিতেই হবে
আমি ভোটের ভিখারী।

দেবে না ?
না দিলে _
নাগরিক অধিকার
মানবিক অধিকার কেড়ে নেয়া ছাড়া
খোলা নেই কোন পথ ।

লেখক: কবি ও কথাসাহিত্যিক

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *