বাঁশখালী টাইমস: বাঁশখালীর কৃতি সন্তান, চট্টগ্রামের খ্যাতিমান ক্লাব ‘ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের”প্রতিষ্ঠাতা সভাপতি সোমেন কানুনগো ঝিনাইদহ পৌরসভা ও কথন সাংস্কৃতিক সংসদ (কসাস) কর্তৃক আয়োজিত “আমি ঠিক দেশ ঠিক ” সম্মাননা ২০১৮ এওয়ার্ড পেয়েছেন ।
শনিবার (২সেপ্টেম্বর) ঝিনাইদহে জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড প্রাপ্তদের এ সম্মাননা দেয়া হয়।
ঝিনাইদহের পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ সম্মাননা জয় বাংলা ইয়ুথদের হাতে তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, তরুণ ছেলেমেয়েরা পারে সমাজ বদলে দিতে এবং তাদের হাতেই সম্ভব প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করা।
তিনি আরো বলেন, আজকে সারা বিশ্বের সাথে আমাদের বাংলাদেশ ও তথ্য প্রযুক্তিতে তাদের সাথে প্রতিযোগিতা করছে এবং এর সাফল্য আজ দেশের সব জাগায় প্রতীয়মান। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সকলকে তরুণদের সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে ঝিনাইদহ ২আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, সিআরাআই ও ইয়ং বাংলার কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ, ঝিনাইদহ কেসি কলেজের অধ্যক্ষ ডক্টর বি এম রেজাউল করিম প্রমুখসহ অন্যান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমেন কানুনগো তরুণ উদ্যোক্তা পুরস্কারসহ বিভিন্ন সময় একাধিক সম্মাননা লাভ করেন। তাঁর বাড়ি বাঁশখালীর সাধনপুরে।