আমি গরিব হতে পারি, আমার মন গরিব নয়: এমপি মোস্তাফিজ

বাঁশখালী টাইমস: দক্ষিণ বাঁশখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক, বিশিষ্ট শিল্পপতি,দানবীর, শতভাগ শিক্ষানুরাগী ও নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব আজিজুর রাহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, চট্টগ্রাম ১৬ আসনের সম্মানিত সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মোল্লা, ইউএনও বাঁশখালী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও সরল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী,শেখেরখীল ইউপি চেয়ারম্যান জনাব ইয়াছিন,ছনুয়ার চেয়ারম্যান জনাব হারুন, অফিসার ইনসার্জ বাঁশখালী থানা সালাউদ্দীন আহমদ, ১১ নং পুইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি অত্র স্কুলের শিক্ষার্থীদের জন্য একবেলা খাবার বাবদ দুলক্ষ টাকা এবং একটি ভবন তৈরী করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। আবার নাপোড়া-শেখেরখীলের দুটি মসজিদ ও মন্দিরের নামে তিন লক্ষ করে মোট বার লক্ষ টাকার অনুদান দেয়ার কথাও বলেছেন তিনি।
বক্তব্যের শেষে তিনি নিজেকে নিয়ে মন্তব্য করে বলেন, আমি গরিব হতে পারি কিন্তু আমার মন গরিব নয়। দেশনেত্রী ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি যা চাই তা পাই। স্কুল ও অনুষ্ঠানের সভাপতি আজিজুর রাহমান দক্ষিণ বাঁশখালীর নতুন ইভেন্ট হাইজিং এর আয়োজন করায় প্রতিটি অর্থাৎ আটটি হাউজিং এর জন্য পাঁচ হাজার টাকা এবং প্রতিটি ইভেন্টের উপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানকারীদের মূল্যনান প্রাইজ দেন।তাছাড়া তিনি প্রতি ক্লাসের প্রথম তিন জন ও জেএসসি ও এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরুস্কৃত করেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *