আমার মন
মুরশিদুল আলম চৌধুরী
আকাশ যখন নামতে থাকে ধীরে
অন্ধকার আর তারকারাজির ভিড়ে
চোখের ভেতর চোখ করে টলমল
মন তো আমার পদ্মপাতার জল!
মনের ভেতর মন লুকিয়ে রাখি
আকাশ-তারা আঁধার দিয়ে ঢাকি
দুঃখের প্রহর ছোটেই অনর্গল
মন তো আমার পদ্মপাতার জল!
অন্ধকারে ঝাপসা আলোর দেখা
পত্র থেকে যায় উবে যায় রেখা
উড়তে থাকে মিথ্যা কোলাহল
মন তো আমার পদ্মপাতার জল!
ধরার ধুলায় তারকা আসে নেমে
আলোর মায়ায় আঁধার কি যায় থেমে?
আলোর ভেতর সেই আঁধারের ছল
মন তো আমার পদ্মপাতার জল!