BanshkhaliTimes

‘আমার একটি স্বপ্ন আছে’ শীর্ষক মোটিভেশনাল লাইভ আজ

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: বাঁশখালী টাইমস আয়োজিত ‘আমার একটি স্বপ্ন আছে’ শীর্ষক ক্যারিয়ার ও জীবন বিষয়ক লাইভ প্রোগ্রাম আজ রাত ৯ টায় অনুষ্ঠিত হবে।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে কথা বলবেন দেশসেরা মোটিভেশনাল স্পিকার, জনপ্রিয় লেখক, বহুবিধ মানবিক উদ্যোগের প্রবক্তা ও চট্টগ্রামের কর কমিশনার জনাব বাদল সৈয়দ।

উল্লেখ্য, তিনি পে ইট ফরওয়ার্ড, অনেস্ট, প্যারেন্টস লাউঞ্জ, পলান সরকার সারা দেশে, বিসিএস কোচিং ফর ফ্রি, আই হেভ এ ড্রিম প্রভৃতি মানবিক উদ্যোগের প্রতিষ্ঠাতা।

তাঁর লিখিত উল্লেখযোগ্য বইগুলো হল:
📘মাটির পিঞ্জিরার মাঝে
📘ছায়া সন্ধান
📘জলের উৎস
📘সাধুসঙ্গ
📘অলৌকিক আঙ্গুল
📘জন্মজয়
📘স্বপ্নডানা

অতিথির উদ্দেশ্যে আপনাদের ক্যারিয়ার ও জীবনঘনিষ্ট প্রশ্ন পাঠাতে পারেন ০১৮১৪ ৮৯ ৬৮ ৩৮ হোয়াটসঅ্যাপ নাম্বারে।

অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন কথাসাহিত্যিক আরমানউজ্জামান। অনুষ্ঠানটি স্ট্রীমইয়ার্ড লাইভের মাধ্যমে BanshkhaliTimes – বাঁশখালী টাইমস পেজে সম্প্রচার হবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *