একুশের বসন্তে দাঁড়িয়ে
কবিতার শব্দ মালায় নিজেকে হারিয়ে
তোমার
নদী আর সমুদ্রের
সহবাস দেখে।
কবিতার রাজপুত্র আমি ও
আমাকেও ডাকে রাজকন্যা
যৌবনবতী নদী
নিয়ে যাবে সমুদ্রের বিছানায়।
আমিও পারি
এখনো সমান তালে,
যৌবনের তুমুল ইচ্ছায়।
কবিতার চাষাবাদে,
মাখামাখি জড়াজড়িতে,
কেটে যাবে শেষ রাতের প্রহর।
তুমি কী বলো?