আমি এখনো জেগে আছি
আমানুল্লাহ সৈয়দ
আবার যদি ফিরে পাই বালিকার প্রথম প্রেম,
ভালবাসার নীল খাম,
আবার যদি ফিরে আসে হলুদ বিকেল,
জুছনার ঝুম বিষ্টিতে ভিজে হতাম একাকার।
আমি এখনো একাকী কবিতার শব্দমালা নিয়ে
বেঁচে আছি, তুমি কোথায় লুকিয়ে আছ?
কোন নীল সমুদ্রে?
আমি এখনো জেগে আছি তোমার অপেক্ষায়।