উড়ে গেছে শত পাখি
আবু ওবাইদা আরাফাত
কোরানের শত পাখি
উড়ে গেছে আকাশে
বুলেটেই খুলি খুলে
মিশে গেছে বাতাসে।
হায়েনার অভিধানে
শান্তি তো মালালা
মুসলিম মেরে তোরা
মুখ চেটে খা লালা!
বুকে নিয়ে হাফেজেরা
কোরানের ও-সনদ
ঐ দেখ শয়তানে
পাকা করে মসনদ
কোরানের কুকিলেরা
উড়ে গেছে তা মানি
তাই বলে থেমে যাবে
কোরআনের এ বাণী?
কোরানের বাগে তারা
শত কলি, ফোটা ফুল
পাই পাই বুঝে পাবি
খুন ঝরা এ মাসুল!