সেই 'তুমি'র 'মমি' হয়ে আছো আবু ওবাইদা আরাফাত
একটা সময় ছিল সময়ভুলে ইথারে ভাসিয়ে দিতাম আমাদের কথা
তোমার কন্ঠকে শরাব করে কত গ্যালন যে গিলেছি, জানা নেই
আমি অনিবার্য জাগতিক ব্যস্ততাগুলো কাটিয়েই শুধু তোমার মাঝে ডুব দিতাম।
আমার অস্তিত্বজুড়ে খেলা করতো তুমিময় আবেগ
খিদে পেলে ভাত ভুলে কতবার যে তোমার নাম্বারে ডায়াল করেছি!
একদিন বলেছিলে মাথা ছুঁয়ে শপথ করো- “কখনোই আমাকে ফেলে দূরে যাবে না”
আমি শপথের চেয়েও বেশি বিশ্বাস নিয়ে আশ্বস্ত করেছিলাম সেদিন
অথচ সে তুমি- সব ভুলে গেলে।
হৃদয়পোড়া শ্বেত ক্ষত নিয়ে কতটা ভালো থাকা যায় বলো?
আমি একবারও বলিনি- ‘ভালো নেই’
‘ভালো আছি’ বলার পর কত দীর্ঘশ্বাস বাতাসে মিশে গেছে – জানা নেই।
আমি এখনও মুমূর্ষু হৃদয় নিয়ে বেঁচে আছি
-এটাই আমার কাছে মীরাকল!
কী অদ্ভুত ক্ষমতা তোমার, অবহেলায় মগ্ন হয়ে
তুমি কেবল সেই ‘তুমি’র মমি হয়ে আছো!
চমৎকার লিখেছেন ভাই 🙂
dhonnobad