বেসামাল স্বাধীনতা
আবু ওবাইদা আরাফাত
চেতনারা আজ বড় বেসামাল
স্বাধীনতার দোহাই দিয়ে
বল্গাহীন চেতনায় উম্মাদ
মাতালের হাতে স্বাধীনতার নাটাই।
অতঃপর
প্রজন্ম মেতে ওঠে অশ্লীল খেলায়।
রাষ্ট্রের কোষাগার শূণ্যে ঠেকে
ভীনদেশী সংস্কৃতির পৃষ্ঠপোষকতায়
তবু নৈতিকতা লুণ্ঠনের চেতনা পায়
বিরামহীন স্বাধীনতা।
অথচ আজ’ও শিকলবন্দি পরাধীন
সত্য, সুন্দরের চেতনা।