আবু ওবাইদা আরাফাতের কবিতা – ‘বিদ্রোহের ভিসুভিয়াস’

বিদ্রোহের ভিসুভিয়াস
আবু ওবাইদা আরাফাত

বিটুমিনের রাজপথে ছড়িয়ে আছে রক্তেরা; রক্তের মুখে ফুটে উঠে অলৌকিক শব্দযুগল ‘বাংলা চাই’!
শব্দেরা স্লোগান হয়ে প্রকম্পিত করে মিছিল।
জীবন-মৃত্যুর প্রশ্নে ‘ভাষা’ জড়িয়ে গেলে ছোপ ছোপ রক্ত দিয়ে আঁকা আলপনাও কথা বলে। ভাষার সাথে ‘মা’ জড়িয়ে গেলে দ্রোহের সাথে আকুতির মিশেলে শুরু হওয়া সংগ্রামের নাম ‘ভাষাযুদ্ধ’।
এ যুদ্ধ সমস্ত সংগ্রামের আঁতুড়ঘর হয়ে বিদ্রোহের ভিসুভিয়াস হয়ে জ্বলছে আজও!

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *