আল মাহমুদ
আবু ওবাইদা আরাফাত
বটবৃক্ষরা নুয়ে পড়ে না, নুয়ে থাকে।
নুয়ে থাকার প্রতিটি জিকিরে থাকে কৃতজ্ঞতার তসবি।
স্মরণের আবরণে লেপ্টে থাকা অর্জন কিংবা
সুখস্মৃতি শুঁকেও কেউ কেউ বেঁচে থাকার পথে হাঁটে।
বিচিত্র স্মৃতিদের অপ্রস্তুত ডাকে শিশুর মতো হাউমাউ কেঁদে ফেলার মাঝেও যেন একবুক সুখ।
একাশি বসন্তের রসদ নিয়ে সাজানো সৃজনবাসরে
খেলা করে সৃষ্টির বিস্ময়!
সৃজনকলায় ডুব দিয়ে কবিতার ভেলায় ভাসতে ভাসতে
যে জীবন আশার নদীতে সাঁতরে বেড়ায়;
যে জীবন ফুল-পাখি, নদী ও সৌরভের কাছে পরাজিত হয়ে জিতে যায়।
তবে পালতোলা কাব্যতরীতে দীর্ঘায়িত হোক না সে মহাকাব্যিক জীবন।
সম্পাদক- নক্ষত্র