নিজস্ব প্রতিবেদক: আবারও হামলার শিকার হয়েছেন লাঙল প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী।
৫ দিন পর বাঁশখালীতে ফিরে পুনরায় বুলেটপ্রুফ জ্যাকেট পরিধান করে বাঁশখালীর চাম্বল, শেখেরখীল ও নাপোড়ায় গণসংযোগ করে বাড়ী ফিরার পথে আবারো হামলার শিকার হয়েছেন মহাজোট তথা জাতীয় পার্টির মনোনীত প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী। বুধবার সন্ধ্যায় এলাকায় ফিরে পুনরায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে তিনি পূর্বে ঘটে যাওয়া চাম্বল, শেখেরখীল ও নাপোড়া এলাকায় গণসংযোগ শেষে গাড়ির বহর নিয়ে বাড়ি ফিরার পথে উপজেলা সদর পার হয়ে পৌরসভা অফিস সংলগ্ন গ্রীনপার্ক থেকে তার গাড়ী বহরে লক্ষ করে ইট পাকটেল নিক্ষেপ করে। জাতীয় পার্টি সমর্থিত জমির উদ্দীন (৩১) ও ইদ্রিস ফকির (৬০) এর মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এতে ওয়াসিম (২৮)সহ অপরাপর আরো ১০ জন আহত হয় বলে জানা যায়।
Hi