ব্যাংকিং ক্যারিয়ারে আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্বখ্যাত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ( সি ই ও) জনাব আবরার আলম আনওয়ারের গ্রামের বাড়ি বাঁশখালীর ( Banshkhali ) পুকুরিয়া ( Pukuria ) ইউনিয়নের নাটমুড়া ( Natmura ) গ্রামে। তিনি রেকিট বেকিঞ্জার বাংলাদেশের কান্ট্রি হেড, নাটমুড়া ( Natmura ) পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ( Natmura Pukuria High School ) প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী মরহুম মাহবুব আলম আনওয়ারের ছেলে।
জনাব আবরার এ আনওয়ার ২০১১ সালের জানুয়ারিতে হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্লায়েন্টস হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন। ব্যাংকে তার অবদানের মধ্যে লক্ষণীয় হারে আয় বৃদ্ধি, করপোরেট প্রতিষ্ঠানে ব্যবসার বহুমুখীকরণ এবং আরো ভিন্নধর্মী বহুমাত্রিক চাহিদা পূরণে প্রথাগত ব্যাংকিং থেকে বাস্তবধর্মী অর্থনৈতিক সমাধান উল্লেখযোগ্য।
বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যে আন্তর্জাতিক ব্যাংকিংয়ের ওপর ২৩ বছরেরও বেশি সময় ধরে অভিজ্ঞতা রয়েছে আবরার এ আনোয়ারের। ২০১৫ সালের ১ জানুয়ারি তিনি সিইও হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেন। ঢাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করেন তিনি।
তাঁর এ বর্ণাঢ্য ক্যারিয়ার ও সফলতা নিঃসন্দেহে বাঁশখালীবাসীর ( Banshkhali ) জন্য সুভাগ্য ও গর্বের বিষয়। আমরা তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করি, আশাকরি তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের মতো তিনিও বাঁশখালী ও বাঁশখালীবাসীর ( Banshkhali ) উন্নয়নে অবদান রাখবেন।