পুকুরিয়া প্রতিনিধি: দক্ষিণজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম এর পিতা আলহাজ্ব আবদুল মাবুদ স্মরণে প্রতিষ্ঠিত বাঁশখালীর চাঁদপুরস্থ আলহাজ্ব আব্দুল মাবুদ স্মৃতি পাঠাগার পরিদর্শন করেছেন পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক কাজী হারুন-উর -রশিদ, প্রকৌশলী মোঃ রোকন উদ্দীন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে পূর্বদেশ সম্পাদক বলেন, “বই মানুষের আত্মাকে বাঁচিয়ে রাখে, পাঠাগারের মাধ্যমে যে কেউ জ্ঞানসাগরে ডুব দেয়ার সুযোগ। পায়। পাঠাগারটির সার্বিক উন্নয়নে সব ধরণের সহায়তা করা হবে।’