রাসেল চৌধুরী, ঢাকা: ঢাকাস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির জীবন সদস্য বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আবদুল গফুরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সমিতির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩ আগস্ট, ২০১৭ইং তারিখে আলহাজ্ব আবদুল গফুর ঢাকার কমফোর্ট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭.৫০ মিনিটে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর নামাজে জানাজা বাদ জুমা ইস্টার্ণ টাওয়ার মসজিদে অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাজায় সাতকানিয়া-লোহাগাড়া সমিতি, ঢাকার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আগামীকাল ৫ আগস্ট শনিবার তার নিজ গ্রাম লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সুযোগ্য সন্তান।
ঢাকাস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির জীবন সদস্য আলহাজ্ব আবদুল গফুর জীবদ্দশায় খুবই বিনয়ী ও পরোপকারী ছিলেন।