বাঁশখালী টাইমস: নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে প্রার্থী হওয়া সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলামের গণসংযোগ চলছে। গতকাল পুঁইছড়ি ইউনিয়ন থেকে তিনি তার আপেল প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

পুঁইছড়ির বিভিন্ন অলিতে গলিতে তিনি গণসংযোগ শেষে ছোট্ট পথসভা করেন।
আজ বাঁশখালীর সকালে পুকুরিয়া ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু করেন। শত শত নেতাকর্মী ও সমর্থকেরা তার সাথে ছিলেন।
বিকেল চারটার পর বাহারছড়া ইউনিয়নে এক দ্বায়িত্বশীল সভা আহবান করেন। এতে বাঁশখালী জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে সভাকে প্রাণবন্ত করে তোলেন।
সভায় জহিরুল ইসলাম বলেন, আমি প্রার্থী হওয়াতে কিছু লোকের ঘুম হারাম হয়ে গেছে। কারণ, তাদের ধান্ধার পথ বন্ধ হয়ে গেছে! তারা বিভিন্ন কাজের ভলিউম বানিয়ে কাজ না-করেই বিল তুলে নিত, আমি উপজেলা চেয়ারম্যান হবার পর তাদের সেই দুর্নীতির পথ রুদ্ধ হয়ে গেছে। সেই টাকায় আমি এলাকায় এলাকায় উন্নয়ন কাজ করেছি। সামনেও যাতে আপনাদের কাজে লাগতে পারি, সুখে-দুখে থাকতে পারি সেই উদ্দেশ্যে ৩০ তারিখ আপেল মার্কায় ভোট দিবেন। ইনশাআল্লাহ, অতীতের মতো আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব।