তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস: স্বতন্ত্র প্রার্থী হিসেবে জহিরুল ইসলাম তার পছন্দের আপেল প্রতীক বরাদ্দ পেয়েছেন। আজ দুপুর সোয়া বারোটার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি এই প্রতীক গ্রহণ করেন। জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের হাত থেকে প্রতীক গ্রহণ করতে দেখা গেছে।
জামায়াতের নিবন্ধন ও প্রতীক বাতিলের কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ। আর এই প্রতীক নিয়ে আজ থেকেই প্রার্থীরা প্রচারণার কাজ শুরু করতে পারবেন।
চট্টগ্রাম-১৬, বাঁশখালী আসনে মোস্তাফিজুর রহমান চৌধুরী নৌকা প্রতীকে, জাফরুল ইসলাম চৌধুরী ধানের শীষ প্রতীকে, মাহমুদুল ইসলাম চৌধুরী লাঙল প্রতীকে, ফরিদ আহমদ আনসারি হাতপাখা প্রতীকে, মহিউল আলম চেয়ার প্রতীকে ও মুনিরুল ইসলাম আশরাফি মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তাদের দলের নিবন্ধন ও প্রতীক বহাল থাকায় কোনও পরিবর্তন আসছে না।
নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার কাজ শুরু করতে হবে। আর এই প্রচারণার কাজ বন্ধ করতে হবে ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার কাজ চালাতে পারবেন।