BanshkhaliTimes

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় কাথরিয়ার যুবক নিহত

তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস): গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার সময় বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের ডিগ্রীপাড়া নিবাসী হাকিম আলীর পুত্র শহিদুল ইসলাম ইমন বোনের শ্বশুরবাড়ি যাওয়ার পথে আনোয়ারার বরুমছড়ার মাজার গেইট এলাকায় সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়- শহীদকে বহনকারী সিএনজিকে আরেকটি সিএনজি ধাক্কা দিলে শহীদ গাড়ী থেকে পড়ে গুরুতর আহত হয়। আহতবস্থায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হলে সন্ধ্যা সাড়ে সাতটায় কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে। শহীদ বাঁশখালী ডিগ্রী কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাশ করেছে। এর আগে বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসা থেকে সে দাখিল পাশ করে। তারা দুই ভাই দুই বোন।

তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *