বাঁশখালী টাইমস: বাঁশখালীর দুই কৃতি সহোদর মোস্তাফিজুর রহমান ও মুজিবুর রহমানকে গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ‘সিআইপি সম্মাননা’ প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁদের হাতে ‘সিআইপি কার্ড’ তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
উল্লেখ্য, কিছুদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি মারফত বাঁশখালীর দুই কৃতি সহোদর মোস্তাফিজুর রহমান ও মুজিবুর রহমানকে ‘সিআইপি’ ঘোষণা দেয়া হয়েছিল। এর মধ্যে মুজিবুর রহমানকে চতুর্থবারের মতো সিআইপি নির্বাচিত করা হলো।
একই পরিবারে দুই সহোদরের ‘সিআইপি সম্মাননা’ লাভ করা বাংলাদেশের ইতিহাসে বিরল বটে।