বাঁশখালী টাইমস: বাঁশখালীর ( Banshkhali ) বিভিন্ন স্তরের মানুষের সাথে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ঠ শিল্পপতি, দৈনিক পূর্বদেশ সম্পাদক ও আগামী নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি।
গত ২৮ জুন পূর্ব বড়ঘোনার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘রক্তের বন্ধন হবে না খন্ডন’ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- “পূর্ব বড়ঘোনার মাটি আমার পরিবারের কাছে অত্যন্ত পবিত্র। কারণ এ মাটিতে জন্ম গ্রহণ করেছেন আমাদের দাদী মরহুমা জোবেদা খাতুন।”
তিনি আরও বলেন- “ঈদ মানুষে মানুষে হৃদ্যতা নবায়নের অপূর্ব সুযোগ। আল্লাহ মানুষকে বিত্তশালী করেন মানুষকে সেবা করার দায়িত্বের বিনিময়ে। বাঁশখালী ( Banshkhali ) ও বাঁশখালীর মানুষের সেবা করার লালিত স্বপ্নের অংশ হিসেবে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আধুনিক বাঁশখালী ( Banshkhali ) বিনির্মাণে অংশীদার হতে আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
মুফতি ও মোহাদ্দিস ফরিদ আহমদ আনচারীর সভাপতিত্বে এবং প্রকৌশলী আলী নেওয়াজের সঞ্চালনায় এতে সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।