লাশটি আমার মায়ের
আতিফ আবু বকর
লাশটি আমার মায়ের হবে
কিংবা কারো বোনের
বীভৎস সব দৃশ্য দেখে
রুদ্ধ দুয়ার মনের।
বর্মী মগের অত্যাচারের
কবল থেকে বাঁচতে
সাগর নদী পাড়ি দিয়ে
এপার হলো আসতে।
আসা মায়ের ঠিকই হলো
জানটা শুধু ছাড়া
অপঘাতে এমন মরার
দায়টা নেবে কারা।
হা হুতাশ আর চেয়ে থাকা
হায় অভাগা ছেলে
অত্যাচারের সঠিক বিচার
কোথায় পাবো গেলে।
ও দুনিয়ার মানব সকল
তোমরা আমায় বলো
শান্তি সুখে বাঁচবো কোথায়
সেথায় নিয়ে চলো।