বাঁশখালী টাইমস: আজ ০৭.০৮.১৭ইং, সোমবার রাতে চাঁদের আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে।
উপচ্ছায়ায় চাঁদের প্রবেশের কেন্দ্রীয় গতিপথ অস্ট্রেলিয়ার ওয়াইল্ডহ্যাম শহরের দক্ষিণ-পূর্ব দিকে রাত: ৯টা ৪৮ মিনিট ০৬ সেকেন্ডে।
প্রচ্ছয়ায় চাঁদের প্রবেশ কেন্দ্রীয় গতিপথ ভারত মহাসাগরের কোকো দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে রাত: ১১টা ২২ মিনিট ১৮ সেকেন্ডের দিকে।
চাঁদের কেন্দ্রীয় গ্রহণ রাত: ১২টা ২০ মিনিট ৩০ সেকেন্ডে, সর্বোচ্চ ০.২৫১ মত্রায়।
১। ঢাকায় চন্দ্রগ্রহণ শুরুর সময়: রাত ৯টা ৪৮ মিনিট ০৬ সেকেন্ডে।
গ্রহণ শেষের সময়: রাত ২টা ৫২ মিনিট ৫৪ সেকেন্ডে।
২। ময়মনসিংহে চন্দ্রগ্রহণ শুরুর সময়: রাত ৯টা ৪৯ মিনিট ১৮ সেকেন্ডে।
গ্রহণ শেষের সময়: রাত ২টা ৫১ মিনিট ১২ সেকেন্ডে।
৩। চট্টগ্রামে চন্দ্রগ্রহণ শুরুর সময়: রাত ৯টা ৪০ মিনিট ১৮ সেকেন্ডে।
গ্রহণ শেষের সময়: রাত ২টা ৫১ মিনিট ০৬ সেকেন্ডে।
৪। সিলেটে চন্দ্রগ্রহণ শুরুর সময়: রাত ৯টা ৪৩ মিনিট ৪২ সেকেন্ডে।
গ্রহন শেষের সময়: রাত ২টা ৪৫ মিনিট ০৬ সেকেন্ডে।
৫। খুলনা চন্দ্রগ্রহণ শুরুর সময়: রাত ৯টা ৫০ মিনিট ১২রসেকেন্ডে।
গ্রহণ শেষের সময়: রাত ২টা ৫৭ মিনিট ৫৪ সেকেন্ডে।
৬। বরিশাল চন্দ্রগ্রহণ শুরুর সময়: রাত ৯টা ৪৬ মিনিট ৪৮ সেকেন্ডে।
গ্রহণ শেষের সময়: রাত ২টা ৫৪ মিনিট ৩৬ সেকেন্ডে।
৭। রাজশাহী চন্দ্রগ্রহণ শুরুর সময়: রাত ৯টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে।
গ্রহণ শেষের সময়: রাত ২টা ৫৮ মিনিট ৪২ সেকেন্ডে।
৮। রংপুর চন্দ্রগ্রহণ শুরুর সময়: রাত ৯টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে।
গ্রহণ শেষের সময়: রাত ২টা ৫৪ মিনিট ২৪ সেকেন্ডে।
✔✔চঁন্দ্রগ্রহন একটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা সুতরাং, চঁন্দ্রগ্রহন চলাকালিন সময়ে কোন নির্দিস্ট কাজ করা যাবেনা এমন কোন ভিত্তি নেই, এগুলো সম্পুর্ণ ভুয়া,
চঁন্দ্রগ্রহন এর সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে বিধায় চাঁদ অন্ধকারে ঢেকে যায়।