বাঁশখালী টাইমস: আজ থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা।
হাজিগণ আজ মিনায় অবস্থান করবেন যুহরের সময় থেকে ফজর পর্যন্ত, ফজর পড়ে আরাফতের মাঠে জড়ো হবেন, সেখানে যুহর-আছর এক সঙ্গে কছরের সহিত আদায় করবে।
এবং মাগরীবের আযান হওয়ার সঙ্গে সঙ্গে আরাফাত ত্যাগ করে মুজদালিফা এসে মাগরীব-এশা এক সঙ্গে কছরের সহিত আদায় করবেন এবং রাত্রি যাপন করে 49 টি পাথর সংগ্রহ করবেন প্রত্যেক হাজি মিনায় শয়তানকে নিক্ষেপ করার জন্য।
ফজরের আযান হলে মুজদালিফায় ফজর পড়ে মুজদালিফা ত্যাগ করে মিনার উদ্দেশ্যে রওনা হবেন
সেখানে গিয়ে শয়তান কে পাথর নিক্ষেপ করে কোরবানী করে মাথা নাড়া করবেন,
এর পর মক্কা গিয়ে কাবা শরীফ তাওয়াফ করে আবার মিনায় ফেরত আসবেন সেখানে আরো দুইদিন অবস্থান করে শয়তান কে পাথর নিক্ষেপ করার পর শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা।