বাঁশখালী টাইমস: আজ রাত ৯ টায় বাঁশখালী টাইমস নিউজ পোর্টালের ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে আসছেন উপমহাদেশের নন্দিত বাউল সাধক ও জনপ্রিয় লোকসংগীত শিল্পী ফকির শাহাবুদ্দিন।
তার সময় কাটে একতারা হাতে। সুরের চর্চায় যায় দিন। বাকি জীবন লোকসংগীতের সঙ্গেই কাটাতে চান তিনি। বাংলাদেশের লোকসংগীত, বাউল ও সুফিগানের জনপ্রিয় শিল্পী ফকির শাহাবুদ্দিন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সান্নিধ্যে ধন্য হয়েছেন। তিন দশকের বেশি সময় ধরে বাউল গান করছেন। লোকসংগীত নিয়ে করছেন বিস্তর গবেষণা। বিভিন্ন অঞ্চল ঘুরে সংগ্রহ করেছেন ৪০ থেকে ৪৫ হাজার গান। সুনামের সঙ্গে লোকগানকে উপস্থাপন করছেন দেশ-বিদেশে।
আজ (সোমবার, ৯ আগস্ট-২০২১) রাত ৯ টায় প্রচারিত হবে তাঁর গান, জীবন-কর্ম ও জীবনদর্শন নিয়ে বিশেষ লাইভ অনুষ্ঠান ‘ফকির শাহাবুদ্দিন: উপমহাদেশের নন্দিত বাউল সাধক’।
বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাতের গ্রন্থনা-পরিকল্পনায় জিয়া হকের সঞ্চালনায় লাইভটি বাঁশখালী টাইমস পেজ থেকে প্রচার হবে।