বাঁশখালী টাইমস: মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এম. হাবিব উল্লাহ চৌধুরী ছাত্রজীবনে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন৷ স্বাধীনতা পূর্ববর্তী ১৯৬৯-৭০ সালে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে বাঁশখালীতে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভাপতি ১৯৮০-১৯৯৬, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সদস্য সহ দলীয় দায়িত্ব পালন করেন।
১৯৭৩ থেকে ১৯৮৮ সাল এবং ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সুদীর্ঘকাল ২ নং সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বৈলগাঁও কনজুল উলুম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সহ অসংখ্য সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন।
তিনি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সহ মহান মুক্তিযুদ্ধের একজন সক্রিয় সংগঠক ছিলেন।
আজ ১০ অক্টোবর ২০২২ ইং জাতির এই শ্রেষ্ঠ সন্তান, বাঁশখালীর রত্ন মুক্তিযোদ্ধা এম হাবিব উল্লাহ চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী।