BanshkhaliTimes

আজ কবি সৈয়দ আহমদ শামীমের জন্মদিন

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: আজ নব্বই দশকের কবি, বাঁশখালীর কৃতিসন্তান কবি সৈয়দ আহমদ শামীমের জন্মদিন। ২০১২ সালে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র থেকে ‘অনেতিহাসের লোকগান’ ও ২০০১ সালে জলঘড়ি প্রকাশনা থেকে ‘অবলীলাদের বাড়ি’ কাব্যগ্রন্থ দুটি বের হয়।

তিনি জলঘড়ি ও শিলাপাঠের সম্পাদনা সহযোগীর দায়িত্ব পালন করছেন। কবি সৈয়দ আহমদ শামীমের গ্রামের বাড়ি বাঁশখালীর ইলশা গ্রামে। পেশাগত জীবনে তিনি একটি ইংরেজিমাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতা করেন। কবিতা, সাহিত্য সমালোচনা ও লিটলম্যাগ নিয়ে তাঁর কাজ সাহিত্যিকমহলে সুপরিচিত। ২১ জুন তাঁর জন্মদিনে বাঁশখালী টাইমসের পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *