আজ আরাফার দিন, খুতবায় নতুন খতিব আশ শাসরি

বাঁশখালী টাইমস: আজ অারাফার দিন। ‘লাব্বায়েক আল্লাহ হুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান।

আজ বৃহস্পতিবার (৯ জিলহজ, ৩১ আগস্ট) পবিত্র হজ। হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হয়।

এবার আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন নতুন খতিব বিশ্বনন্দিত ইসলামিক স্কলার, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের রাজকীয় উপদেষ্টা শায়খ ড. সাআদ আশ শাসরি।

বাদশা সালমান এরইমধ্যে এ ব্যাপারে একটি রাজকীয় ফরমান জারি করেছেন।

দীর্ঘদিন পর গত হজে প্রথমবারের মতো খুতবা দিয়েছিলেন ড. আবদুর রহমান আস সুদাইস। এর আগে খুতবা দিতেন শায়খ বিন বায। আস সুদাইসের অসুস্থতার কারণে নতুন খতিব নির্বাচন করা হলো।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *