আজকের সুপারমুন উপভোগ করছেন তো!

ঘড়ির কাঁটা আটটার ঘরে। বাসা থেকে একটু বের হোন কিংবা জানালার পাশে যান। পূর্বাকাশে দৃষ্টি দিন। খুঁজে নিন আজকের সুপারমুন কে।
কী সুন্দর ফকফকা চাঁদ, তারই ডানপাশে একটু উপরে একটা তারা। তারাটা অনুজ্জ্বল! চাঁদের এমন আলোয় অনুজ্জ্বল হওয়াটাই স্বাভাবিক! গতকালের চাঁদ ছিল হালকা হলুদ, ডিমের কুসুমরঙা। আর আজকের চাঁদ ডিমের খোসার মতো সাদা, ফকফকা। বিচ্ছুরিত হচ্ছে আলোক ছটা।
আজ রাত ৯.৪৬ মিনিটে সুপারমুন পূর্ণতা পাবে।

আগামী দু’মাসের তিনটি সুপারমুনের প্রথমটি দেখা যাবে আজ। পৃথিবীর কাছে চলে আসায় চাঁদকে অপেক্ষাকৃত বড় ও উজ্জল দেখা যাবে আজ। তাই আকাশে তাকিয়ে থাকলে তথাকথিত “সুপারমুন” দেখতে পাবেন নক্ষত্রপ্রেমীরা।
অন্য সময়ের চেয়ে প্রায় ৭% বড় ও ১৫% উজ্জল দেখা গেলেও খালি চোখে এই পার্থক্য খুব একটা বোঝা যাবে না।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশনের সভাপতি মাশহুরুল আমিন মিলন জানান যে, দেশের সব জায়গা থেকে দেখা যাবে আজকের সুপারমুন। বাংলাদেশ সময় রাত ৯টা ৪৬ মিনিটে আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্র।

যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিকাল সোসাইটির রবার্ট ম্যাসে বলেছেন মধ্যরাতে চাঁদ সবচেয়ে উজ্জল দেখা যাবে, যখন দিগন্ত থেকে সর্বোচ্চ অবস্থানে থাকবে।
১৯৪৮ এর পর গত বছর চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল।
২০৩৪ এর ২৫ নভেম্বরের আগে চাঁদ আর পৃথিবীর এত কাছে আসবে না।
এই রবিবারকে নাসা আগামী দু-মাসের “সুপারমুন ট্রিলজি”র প্রথম পর্ব হিসেবে আখ্যায়িত করছে, যার পরের দু’টি দেখা যাবে ১লা জানুয়ারি ও ৩১শে জানুয়ারি
ডিসেম্বরের পূর্ণিমাকে সাধারনত শীতল চাঁদ বা কোল্ড মুন বলা হয়।
রবিবার দুপুরে চাঁদ যখন সূর্যের বিপরীতে থাকবে, পৃথিবী থেকে তার দূরত্ব হবে ২ লাখ ২২ হাজার ৭৬১ মাইল, যা গড় দূরত্ব ২ লাখ ৩৮ হাজার ৯০০ মাইলের চেয়ে কম।
বাংলাদেশ সময় রাত ৯টা ৪৬ মিনিটে দেখা যাবে পূর্ণ চন্দ্র।
“সবচেয়ে নান্দনিক দৃশ্য” দেখা যাবে রবিবার চাঁদ ওঠার সময় আর সোমবার ভোরে চাঁদ ডুবে যাওয়ার সময়।
এটি একধরনের দৃষ্টিবিভ্রম, যা চন্দ্রবিভ্রম নামে পরিচিত।
দিগন্তরেখার কাছাকাছি অবস্থানে এসময় চাঁদকে অস্বাভাবিক বড় দেখায়।
“এটি চমৎকার একটি ঘটনা। মানুষের দেখার জন্য এটি সবসময়ই দারুণ একটি ব্যাপার”।
অনেকের কাছে মনে না-ও হতে পারে এটি বিশাল। স্বাভাবিকের চেয়ে সামান্য বড় দেখা যাবে এটিকে।
চাঁদ পৃথিবীর চারপাশে বৃত্তাকারে ঘোরে না। এটি অনেকটা উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *