বাঁশখালী টাইমস: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আগামী ২৫ ডিসেম্বর শনিবার সকাল ৯ টা থেকে শুরু হবে। বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া ভোলারঘাটাস্থ এম আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এই ক্যাম্পে ঢাকা ও চট্টগ্রামের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ঔষধ বিতরণ ও চক্ষু রোগীদের অপারেশন সেবা দিবেন।
ক্যাম্প উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে যমুনা ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
প্রায় ৫০০০ রোগীকে সেবা দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে ১০ টি সাধারণ বুথ ও ২ টি বিশেষ (গাইনী) বুথসহ ১২ টি মেডিকেল বুথের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এতে চক্ষু রোগ, মহিলা চিকিৎসক দ্বারা স্ত্রী রোগ/গাইনী, ডায়াবেটিস, শিশু রোগ ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখবেন।
উল্লেখ্য, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সারা বাংলাদেশে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে থাকে। সে ধারাবাহিকতায় এবার বাঁশখালীতে বৃহৎ পরিসরে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।