BanshkhaliTimes

আগামী শনিবার বাঁশখালীতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আগামী ২৫ ডিসেম্বর শনিবার সকাল ৯ টা থেকে শুরু হবে। বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া ভোলারঘাটাস্থ এম আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এই ক্যাম্পে ঢাকা ও চট্টগ্রামের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ঔষধ বিতরণ ও চক্ষু রোগীদের অপারেশন সেবা দিবেন।

ক্যাম্প উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে যমুনা ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

প্রায় ৫০০০ রোগীকে সেবা দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে ১০ টি সাধারণ বুথ ও ২ টি বিশেষ (গাইনী) বুথসহ ১২ টি মেডিকেল বুথের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এতে চক্ষু রোগ, মহিলা চিকিৎসক দ্বারা স্ত্রী রোগ/গাইনী, ডায়াবেটিস, শিশু রোগ ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখবেন।

উল্লেখ্য, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সারা বাংলাদেশে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে থাকে। সে ধারাবাহিকতায় এবার বাঁশখালীতে বৃহৎ পরিসরে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *