মুহাম্মদ মিজান বিন তাহেরঃআগামীকাল শনিবার (৩ মার্চ) দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁঁশখালী ( Banshkhali ) পৌরসভার অন্তর্গত উত্তর জলদী ভাদালিয়া হারুন বাজারস্হ বায়তুল ইরফান আদর্শ মাদরাসা’র ১৩ তম বার্ষিক দ্বীনি মাহফিল ও পুরুষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হইবে।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্হিত থেকে মল্যবান নসিহত পেশ করবেন উপ মহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন বাবুনগর মাদ্রাসার প্রধান পরিচালক পীরে কামেল আল জামেয়া আজিজুল উলুম ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসার সম্মানীত পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা:বা:)।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার মাদ্রাসার সিনিয়র মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি মুহাম্মদ সুহাইল,ফারুক বিন সোলাইমান জামে মসজিদ মুন্সিগঞ্জ ঢাকা মাদ্রাসার খতিব আল্লামা মীর্জা ইয়াসিন আরাফাত ছাড়াও দেশবরেণ্য আরো অনেক ওলামায়ে দ্বীন ও ইসলামিক স্কলার গণ মুল্যবান নসীহত পেশ করবেন।
এছাড়াও দেশ বিদেশে থেকে বহু ওলামায়ে কেরামগন তসরিফ আনিবেন।
উক্ত দ্বীনি মজলিসে উপস্হিত থেকে কুরআন ও হাদিসের আলোকে ওয়াজ শ্রাবণ করার জন্য ধর্মপ্রান দ্বীনিদার মুসলমান ভাইদের প্রতি বিনীত অনুরোধ রইল পাশাপাশি মাহফিলে সকলের উপস্থিতি, আন্তরিক পরামর্শ ও সার্বিক সহযোগিতা মাদরাসা কর্তৃপক্ষ একান্তভাবে কামনা করেন।
বিনীত নিবেদন
অত্র মাদ্রাসার পরিচালক
আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ মনছুরুল হক।