বাঁশখালী টাইমস: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক পাঠানো প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে গৃহীত হয়েছে। সে হিসেবে আগামীকাল ২৩ জুলাই, ২০১৭, রোববার এইচএসসি ও সমমানের রেজাল্ট কাল প্রকাশিত হবে।
প্রথা অনুযায়ী, পাবলিক পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এ জন্য সময়ের বিষয়টি নির্ধারিত হয় প্রধানমন্ত্রীর সম্মতির ওপর। এ কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বিগত ২ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়ে ১৫ মে লিখিত পরীক্ষা শেষ হয়।
মোবাইলে রেজাল্ট জানতে হলে ফলো করুন–
HSC Result pete HSC<>BOARD er 1st 3 Letter<>ROLL<>2017,
Madrasah: ALIM<>MAD<>ROLL<>2017
আর Technical: HSC<>TEC<>ROLL<>2017 লিখে SMS korun 16222 te @TK2.44/SMS