আখতারুজ্জামান স্মৃতি ক্রিকেট সিরিজে ১ম ম্যাচে বাঁশখালী জয়ী

আনোয়ারা কাফ্কু মাঠে আনোয়ারা ক্রিকেট একডেমী কতৃক আয়োজিত মরহুম
আক্তারুজ্জামান চৌধুরী বাবু তিন ম্যাচ সিরিজ কাপ ২০১৭ইং এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যাচে, আনোয়ারা ক্রিকেট একাডেমী কে ৪ উইকেটে হারায় বাঁশখালী ক্রিকেট একাডেমী।
টসে হেরে আনেয়ারা ক্রিকেট একাডেমীর ২৫.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১১৩ রান করতে সক্ষম হয়।
দলের হয়ে কায়মুল ১০, সাদ্দাম ৩৪, তৌসিফ ১৮ রান করেন,এবং বাঁশখালীর হয়ে এস এম রাসেল ৫, শফিউল ২, এনাম ও সোহেল ১ টি করে উইকেট লাভ করেন।
জবাবে, বাঁশখালী ক্রিকেট একাডেমী ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়।
দলের হয়ে, এস এম রাসেল ১৫, কায়ছার ১২, ইফতেকার ৪২* রান করেন এবং আনোয়ারার হয়ে, নয়ন ৩, আজিজ ২ উইকেট লাভ করেন।
উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাঁশখালী ক্রিকেট একাডেমীর এস এম রাসেল।
তার হাতে পুরস্কার তুলে দেন বাঁশখালী ক্রিকেট একাডেমীর কোচ মোঃ এরশাদ এবং আনোয়ারা ক্রিকেট একাডেমীর সহকারি কোচ নয়ন সরকার।
বিজ্ঞপ্তি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *