বাঁশখালী টাইমস: বিশিষ্ট রাজনীতিবিদ, পুইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮ টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
তাঁর ছোট ভাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. এরশাদুর রহমান চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর খবর জানিয়েছেন।
ভাই প্রসঙ্গে তিনি লিখেছিলেন- ‘আমার মেজো ভাই নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা, আমার রাজনৈতিক পথ চলার প্রথম পাঠশালা,পুইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি, আমার আব্বা যার নাম জাতির পিতার নামের সাথে মিল রেখে রেখেছিলেন মুজিবুর রহমান চৌধুরী। দীর্ঘদিন ধরে অজ্ঞাত, অজানা এক বিরল রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
উল্লেখ্য, গত দুইদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে বাঁশখালী আওয়ামী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।