বাঁশখালী টাইমস: বাঁশখালীর উদীয়মান তরুণনেতা এস এম রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত নির্বাচিত হয়েছেন।
এই সংবাদ পাওয়ার পর হতে ভক্ত, বন্ধু, নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।
রিয়াজ উদ্দীন সুমন ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক সভাপতি ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সফল সহ-সভাপতি হিসেবেও তিনি সফলভাবে দায়িত্ব পালন করেন।
বাঁশখালীর কাথরিয়ায় জন্ম নেওয়া এই কৃতিমুখ এবার বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হন।