মু.মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বাঁশখালী পৌরসভা কার্যালয়ে আজ ২৩ জুন সকাল ১১ টায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঁশখালী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরীর আয়োজনে খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সরল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নীলকন্ঠ দাশ, পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ব্যবসায়ী আলহাজ্ব আনছুর আলী, পৌরসভার প্যানেল মেয়র-১ দেলোয়ার হোসাইন, কাউন্সিলর জমশেদ আলম,মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি,কাউন্সিলর নজরুল কবির, আব্দুর রহমান,আজগর হোসাইন,আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন,ছাত্রলীগ নেতা মারুফ আহমেদ সহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও আলোচনা সভায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দীন আহমেদ ও চট্টগ্রাম-১৬ বাঁশখালীর সাংসদ ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের অভিভাবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ ওনাদের পরিবারের সকল সদস্যদের আশু রোগ মুক্তি কামনায় সকলের আন্তরিক দোয়া কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া ও মুনাজাত পরিচালনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন প্রবীণ আলেমেদ্বীন মাহবুবুর রহমান।