বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা উপ কমিটির সদস্য মনোনীত হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুক্তিযোদ্ধার সন্তান মো: সালাউদ্দিন সাকিব।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ সদস্য হোসেন তওফিক ইমামকে কো-চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্যসচিব করে এ কমিটি গঠিত হয়েছে।
প্রতিবারের ন্যায় এবারও নির্বাচন পরিচালনা, সমন্বয়, কর্মকৌশল নির্ধারণ এবং সার্বিক নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
সাধারণত এ কমিটি নির্বাচনী প্রচারণা, এজেন্ট প্রশিক্ষণ, ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন, নির্বাচনসংশ্লিষ্ট সব তথ্য সংরক্ষণ এবং নির্বাচনী পর্যবেক্ষণ করার কাজ সরাসরি তদারকি করে।
প্রেস বিজ্ঞপ্তি