বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখার উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৩৮তম শাহাদাৎ বার্ষিকী, ইফতার মাহফিল ও আলোচনা সভা গতকাল ২৫ মে ’১৯ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব এস. রহমান হলে বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা বেলাল মাহমুদ এর সভাপতিত্বে ও মো. কায়েশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি ডাঃ শাহদাত হোসেন এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। প্রধান বক্তা বলেন, বড় বড় রাঘব বোয়াল দূর্নীতিবাজদের বাইরে রেখে সরকার হিংসাত্বক মনোভাব নিয়ে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্ত্রীকে বন্দী রেখেছেন। দেশের বর্তমান নাজুক পরিস্থিতি থেকে উত্থান পেতে হলে তরুণ প্রজন্মকে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে হবে।
প্রধান বক্তা বলেন, দেশের সামগ্রী পরিস্থিতি দেখে বলা যায় সরকার একটি ব্যর্থ রাষ্ট্রে দিকে আমাদের টেলে দিচ্ছে। এভাবে চলতে থাকলে অচিরেই আমরা একটি ব্যর্থ রাষ্ট্রের নাগরিক হব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সুপ্রীম কোর্ট বারের সদস্য ব্যারিষ্ট্রার ওসমান চৌধুরী, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জসীম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, মহানগর ছাত্রনেতা আরমান আলী চৌধুরী, মহসীন কলেজ ছাত্রনেতা মো. শফি, ইলা’র সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিয়া, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি জাবেদ শাফায়েত শোভন সহ মহানগর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্রনেতা মো. মোমিন ইসলাম, ওয়াহিদুল ইমাম সারাত, মো. গালেব হাইসাম, মো. আশরাফুল হক সহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।