BanshkhaliTimes

আইটিতে ওরাকলের সর্বোচ্চ ডিগ্রি লাভ করলেন বাঁশখালীর সন্তান অহিদ

BanshkhaliTimes

বিশ্বজুড়ে আইটি -ডাটাবেজের বিখ্যাত প্রতিষ্ঠান ওরাকল ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রী ‘১২ সি সার্টিফিকেট’ লাভ করেছেন বাঁশখালী কালীপুরের কৃতি সন্তান আ ন ম অহিদুল আলম।

আইটি সেক্টরে এই ডিগ্রী বহুল প্রত্যাশিত ও সম্মানজনক বলে বিবেচিত হয়ে আসছে।

এর আগে অহিদুল আলম একই প্রতিষ্ঠান থেকে ৮ আই, ৯ আই, ১০ জি, ১১ জি ও রিয়েল এপ্লিকেশন ক্লাসটারের উপর সার্টিফিকেট অর্জন করেন।
তিনি বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডন্ট হিসেবে কর্মরত আছেন। জনাব অহিদ এম ই এস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম ও বাঁশখালীর কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এড: আ ন ম শাহাদত আলমের ছোট ভাই।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *