আইআইইউসিতে ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

নাসির উদ্দিন: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে শুরু হলো বর্ণাঢ্য শরতকালীন ক্রিকেট টুর্নামেন্ট ‘CRIC-IIUC-16’

আইআইইউসি বিজনেস ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ২৮ নভেম্বর সকাল ১০টায় সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর ডীন প্র. ড. আব্দুল হামিদ চৌধুরী।
সহযোগী অধ্যাপক এ এম সাহাবুদ্দিন, সহযোগী অধ্যাপক সাহানুর আজাদ চৌ., কো অরডিনেটর সহকারী অধ্যাপক জুনাইদ কবির, সহকারী অধ্যাপক জাহিদ হাসান ভুইঞা স্যার। এতে আরো উপস্থিত ছিলে কালচারাল ক্লাবের সদস্য সচিব। বিজনেস ক্লাব সিটির সাবেক জি এস নাসির উদ্দিন।
বিজনেস ক্লাব পিসির সাবেক জি এস মাসুদুর রহমান ফরহাদ। বর্তমান বিজনেস ক্লাব জি এস রুহান আল ফারুক, এ জি এস হেলাল কিবরিয়া, ক্রিডা সম্পাদক রাকিব, সহ ক্রিডা সম্পাদক সাজ্জাদ, আদিত্য রানা, সাজ্জাদ, রাসেল, আজিজ, নোমান, মিনহাজ, সৌরভ কাইছার, মহসিন, সহ ক্লাবের সকল কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ। এই টুর্নামেন্ট এ মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে। নক আউট পদ্ধতিতে উক্ত খেলা পরিচালিত হবে। উপস্থিত অতিথিরা এই আয়োজনকে সার্বিক সফলতা ও এ ক্যাম্পাস থেকে বিশ্বমানের ক্রিকেটার গড়ে উঠার আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *