‘অ্যামবিশন’ কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধনার নিবন্ধন আহবান

একটা অনুষ্ঠানে এসে করিমের মন খারাপ হলো। সানজিদারও মন খারাপ।

অনুষ্ঠানে শতশত ছেলেমেয়ে। সবাই সংবর্ধনা নিতে এসেছে। করিম ও সানজিদা বন্ধুর সাথে বন্ধুর সংবর্ধনা অনুষ্ঠানে এসেছে।

উপজেলা ভিত্তিক একটি সামাজিক সংগঠন তাদের উপজেলার এসএসএসি, এইচএসসি, দাখিল, অালিম পরীক্ষায় এ+ প্রাপ্তদের কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা দিচ্ছে।

করিম, সানজিদা দু’জনের বাড়ি বাঁশখালী, দু’জনে অাফসোস করে বলল, অামাদের এমন সংবর্ধনা কেউ দেয় না। অথচ অামরাও এ+ পেয়েছি।

অাফসোসের দিন শেষ। বাঁশখালী থেকে যারা এইবারে এসএসসি/দাখিল, এইচএসসি/অালিম পরীক্ষায় এ+ পেয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। সংবর্ধনা দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়েদের পরিচালিত “অ্যামবিশন” নামের একটি সামাজিক সংগঠন।

সংগঠনটি প্রতি বছর এ+ প্রাপ্তদের সংবর্ধনা দিবে। প্রতি বছর একজন কৃতি মানুষকেও সংবর্ধনা দিবে।

আগামী ৪ সেপ্টেম্বর বাঁশখালীর জলদীর গ্রীণ পার্কে সংবর্ধনা দেওয়া হবে। অাপনাদের পরিচিত কেউ থাকলে রেজিস্ট্রেশন করতে বলুন। যারা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ+ পেয়েছে তারা সেখান থেকে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করতে পারবে অথবা “অ্যামবিশন” সংগঠনের সাথে যোগাযোগ করেও ফরম পূরণ করা যাবে।

এইবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বাঁশখালীর এমপি মহোদয়।

বিশেষ অতিথি বাঁশখালীর ইউএনও মহোদয়।

সংবর্ধিত অতিথি হিসেবে থাকছে বাঁশখালীর গর্ব বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত নির্বাহি সদস্য, অ্যাডভোকেট কুমার দেবুল দে।

অার দেরি নয়, নিজেদের রেজিস্ট্রেশন ফরম পূরণ করে নাও।

প্রিয় এ+ প্রাপ্ত শিক্ষার্থীরা তোমাদের অপেক্ষায় “অ্যামবিশন”। তোমাদের জন্য সংবর্ধনা।

দেখা হবে ৪ ই সেপ্টেম্বর। জলদী গ্রীণ পার্ক, বিকেল ৩ টা।

লিখেছেন:

আবু সাঈদ রয়েল

আইডি লিংক: https://www.facebook.com/abusyead.royal.3

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *