মুহাম্মদ মিজান বিন তাহের: আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার (২২,২৩ মার্চ) বাঁঁশখালী জলদী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ তম ২ দিন ব্যাপি ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন অনুষ্টিত হইবে।
১ম দিন উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য নছিহত পেশ করবেন লোহাগাড়া রাজাঘাটা মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা সায়ীদুল আলম আরমানী, জামেয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী, ঢাকার মারকাজুন নুর- মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাওলানা রিজওয়ান রফিক্বী, চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী।
২য় দিন উপস্থিত থাকবেন আল জামিয়া ইসলামিয়া পটিয়ার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি শামছুদ্দীন জিয়া,অান্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’র সম্মানিত অধ্যাপক বিশিষ্ট লেখক ও গবেষক,অাল্লামা হাফেজ ড: এ.বি.এম. হিজবুল্লাহ, আল জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস প্রখ্যাত বক্ত্য আল্লামা ওবাইদুল্লা হামজাহ, চট্টগ্রাম জামিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা নুরুল্লাহ ছাড়াও দেশবরেণ্য আরো অনেক ওলামায়ে দ্বীন ও ইসলামিক স্কলার গণ মুল্যবান নসীহত পেশ করবেন।
এছাড়াও দেশ বিদেশে থেকে বহু ওলামায়ে কেরামগন তসরিফ আনিবেন।
উক্ত দ্বীনি মজলিসে উপস্হিত থেকে কুরআন ও হাদিসের আলোকে ওয়াজ শ্রাবণ করার জন্য ধর্মপ্রান দ্বীনিদার মুসলমান ভাইদের প্রতি বিনীত অনুরোধ রইল পাশাপাশি মাহফিলে সকলের উপস্থিতি, আন্তরিক পরামর্শ ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন ইসলামী মহা সম্মেলন বাস্তবায়ন পরিষদ।
প্রেস বিজ্ঞপ্তি