অস্ত্র আইনে সন্ত্রাসী মোরশেদের ১০ বছরের কারাদণ্ড

বাঁশখালী টাইমস: বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী মোরশেদুল আলমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ চট্টগ্রাম ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফেরদৌস আরা একটি অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ২২ জুলাই মোরশেদুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। একই বছর মামলার চার্জশীট প্রদান করা হয়। ২০১৪ সালে ১৩ মার্চ অভিযোগ গঠন করা হয়। আট জনের সাক্ষ্য শেষে এ রায় প্রদান করা হয়
Share !

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *