বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর সাবেক সাংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীকে দেখতে উনার ঢাকাস্থ বাসায় যান বাঁশখালী বিএনপির সদস্য সচিব, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম খলিল।
উনি এই নেতার চিকিৎসার খোঁজ খবর নেন এবং বাঁশখালীবাসীর দোয়া ও সালাম পৌঁছান।
উল্লেখ্য, জাফরুল ইসলাম চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন যাবত ঢাকার ল্যাবএইড হাসপাতালে ছিলেন।
ওনার মেয়ে আঁখির কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, তার বাবা জাফরুল ইসলাম এখন কিছুটা সুস্থ হয়ে ঢাকার বাসায় আছেন।